প্রকাশিত: Mon, Dec 26, 2022 4:20 PM
আপডেট: Tue, Apr 29, 2025 2:40 AM

বিএনপির হারুনের আসনেও উপ-নির্বাচন ১ ফেব্রুয়ারি

এম এম লিংকন: সম্প্রতি বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের পদত্যাগ করা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনেও উপ-নির্বাচনটি অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি। এরআগে দলটির পাঁচজন সংসদ সদস্য পদত্যাগ করলে তাদের আসনগুলোতেও ওইদিন উপনির্বাচনের ঘোষণা দেয় কমিশন। 

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৫ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি। আর ভোট গ্রহণ করা হবে ১ ফেব্রুয়ারি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব